করোনায় হঠাৎ মৃত্যু বেড়ে দ্বিগুণ, বেড়েছে শনাক্তও

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৩৭৪ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জনের।
এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তার আগে রোববার (২১ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাত জন। শনিবার (২০ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত
বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায়
মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।