ডোমারে গাঁজাসহ দুই যুবক আটক
নীলফামারীর ডোমার উপজেলায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের আলেয়ার মোড় এলাকার আমিনারের চায়ের দোকানের সামনে থেকে র্যাবের একটি দল তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে এককেজি ৪শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পুর্ব ভোগডাবুড়ি গ্রামের আবু আলমের ছেলে আপন আলী (২৩) ও নিজ ভোগডাবুড়ি গ্রামের তহিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম(২৩)।
র্যাব-১৩ সিপিসি-২ এর ডিএডি মোঃ শাহ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর টেবিলের ১৯(ক) ধারায় তাদের বিরুদ্ধে ২ আগষ্ট ডোমার থানায় মামলা করেন যার নম্বর-২।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান গাঁজাসহ দুই যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।