ব্রা পরে ঘুরছেন জাহ্নবী, ছড়িয়ে পড়েছে ছবি
-5d4b1b981df79.jpeg)
জাহ্নবি কাপুরের ছোট পোশাক বিতর্ক দিন দিন বেড়েই চলছে। এবার স্বল্পবসনার পোশাকে জনসম্মুখে বেরিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
জাহ্নবী কাপুর ফিটনেস সচেতন। প্রতিদিনই জিমে যান। গতকালও জিমে বের হন তিনি। তবে তার পোশাক দেখে চক্ষু চরকগাছ পাপারাজ্জিদের।
ছবিতে দেখা যায়, শ্রীদেবী কন্যার পরনে হাফ প্যান্ট। গায়ে রয়েছে স্পোর্টস ব্রা। যা বেশ খোলামেলাই। তিনি মুম্বাইয়ের জিমে ঢুকছেন।
এই ছবি ক্যামেরাবন্দি করেছে পাপারাজ্জিরা। পরে তা শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ইতোমধ্যেই এ ছবি নিয়ে লেগে গেছে ধুন্ধুমার। নায়িকাকে যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করছে নেটিজেনরা। তবে এ নিয়ে একদম চুপ জাহ্নবী। তার হয়ে জবাব দিচ্ছে ভক্তরা।