করোনা নিয়ে গাল্লিবয় জুটির গান ভাইরাল (ভিডিও)

মহামারি করোনা রোগ প্রতিরোধে সচেতনতামূলক গান নিয়ে হাজির হয়েছেন আলোচিত গানের জুটি তবীব মাহমুদ ও পথশিশু রানা মৃধা।

গতকাল (১৮ মার্চ) তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

বরাবরের মতোই এটির গীতি রচনা করেছেন তবীব। গানটির শেষ দিকে যুক্ত হয়েছে আরও দুটি কণ্ঠ। তারা হলেন- শুভ্র রাহা ও একে হাসান।

গানে কথোপকথনের মাধ্যমে করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ নিয়ে তারা কথা বলেন। গানে উঠে আসে গৃহহীন মানুষের সাবান কিনে হাত ধুতে না পারার কথাও।

গতবছর পথশিশু রানাকে নিয়ে গান করে তুমুল আলোচনায় আসেন তবীব। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিতই গানে গানে কথা বলে গেছেন তারা।

কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এসেছে ‘হিপহপ পুলিশ’ সিরিজ গান।