বাজেটের মধ্যে সেরা ফোন হবে এটিই

ভারতে লঞ্চ হচ্ছে রিয়েলমির নতুন ফোন ‘রিয়েলমি ৩ আই’। চলতি বছরের শুরুর দিকে বাজারে এসেছিল রিয়েলমি ৩। এবার এলো তার নতুন ভার্সন। আগের ফোনটির দাম বেশি ছিল, তবে এবারের ফোনটি থাকছে সাধারণের নাগালের ভেতর।
ইতিমধ্যেই ফ্লিপকার্ট শুধুমাত্র এই ফোনের জন্যই নিজেদের ওয়েবসাইট থেকে একটি মাইক্রোসাইট খুলেছে। শুধু তাই নয় সুন্দর ডিসপ্লে, নয়া ফিচার এবং উন্নতমানের ব্যাটারি ব্যাকআপের জন্য ফ্লিপকার্ট এই ফোনের নাম দিয়েছে স্মার্ট ফোনের চ্যাম্পিয়ন।
রিয়েল মি ৩ -এর মতোই এই ফোনে থাকছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। কর্তৃপক্ষ রিয়েল মি ৩-এর দাম রেখেছিল ১২ হাজার টাকা। শোনা যাচ্ছে 'রিয়েল মি ৩ আই'-এর দাম নাকি হতে চলেছে এর থেকেও কম।
তবে এই স্মার্টফোনের সঠিক দাম ও ফিচার জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে চলতি মাসেরই ১৫ তারিখ অবধি। নতুন কিছু যে ধামাকা হতে চলেছে সে আশা অবশ্য করা যেতেই পারে।