আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


আজ শনিবার, ১৮ মার্চ দুপুর ২টায় সিলেট আন্তজাতিক স্টেডিয়ামে তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশে ও আয়ারল্যান্ড মুখোমুখি হচ্ছে। 


আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডেতে অনেক এগিয়ে বাংলাদেশ। তবে  স্রাম্প্রতিক অনুষ্ঠিত হয়ে যাওয়া  ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারায় প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডকে সহজ হিসেবে নেওয়ার সুযোগ নেই।


আর তাই বাংলাদেশের প্রধান কোচ হাতুরুসিংহে জানিয়ে দিয়েছে,  আন্তর্জাতিক অঙ্গনে সহজ প্রতিপক্ষ বলতে কিছু নেই।


বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ইউরোপীয় দলটি ২০১১ সালের পর এই প্রথম খেলতে এসেছে বাংলাদেশে। দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। তামিম বাহিনীর ৭ জয়ের বিপরীতে আইরিশদের জয় ২টি। খেলা হয়নি একটি।


২০১৯ সালের বিশ্বকাপের আগে ডাবলিনে একটি তিন জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টেই আইরিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা জিতেছিল ৬ উইকেটে। ২০১৭ সালে ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের একটি জিতেছিল টাইগাররা ৮ উইকেটে। আরেকটি খেলা হয়নি।


২০০৮ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়ইটওয়াশ করেছিল বাংলাদেশ। কাকতলীয় বিষয়, ১৫ বছর আগে ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলে ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। ঠিক দেড় দশক পর আবারও একই দিনে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


আগামী ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলে চলছে  নানা পরীক্ষা-নিরীক্ষা। 


তবে কোচ হাথুরুসিংহে আয়ারল্যান্ড কে সামনে রেখে বলছেন, পরীক্ষা-নিরীক্ষাই কেবল নয়, আমারা ম্যাচ ও সিরিজ জেতার দিকেও মনোযোগ দিতে চাই। 


এবারের বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড একটি ওয়ানডে সিরিজ ছাড়াও একটি টি টুয়েন্টি সিরিজ ও টেস্ট  ম্যাচে  অংশ নিবে।