ভালো করলেই মাহমুদউল্লার সুযোগ আসবে : হাথুরুসিংহে

আজ শনিবার (১৭ মার্চ) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজে দল থেকে বাদ পরেছেন মাহমুদুউল্লাহ তবে দলের প্রধান কোচ বলেছেন,ভালো খেললে তিলি ফিরবেন জাতীয় দলে হতাশ হওয়ার কিছু নেই।
তিনি বলেন, আমি মনে করি না যে সে অতীত হয়ে গেছে, আমরা চেয়েছি বিশ্বকাপের আগে আমাদের খেলয়ারদের পুল বড় করতে।
এছাড়াও হাথুরু বলেন, আমার চাই ভুমিকা রাখতে পারে এমন ক্রিকেটারদের সুযোগ দিতে, তাছারা মাহমুদুউল্লাহ এখন ও পরিকল্পনা তে আছে।
উল্লেখ্য যে, শ্রীংলকান এই কোচ দীতৃয়বারের মতো বাংলাদেশের প্রাধান কোচের দায়িত্বগ্রহণ করছেন এবং স্রাম্প্রতিক সময়ে ইংল্যান্ড কে টি - টুয়েন্টি সিরিজ হয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ড সিরজের দল থেকে দলের সবথেকে সিনিয়র ক্রিকেটার কে বাদ দেওয়া হয়েছে।